টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টাকার অভাবে থেমে গেছে ৫ বছরের শিশু কন্যা সম্পূর্না গাইনের ব্রেনের চিকিৎসা। ব্রেনে পানি জমতে জমতে ইতিমধ্যে শিশুটির মাথার ওজন হয়েছে ৭ কেজি। জমানো ও বিভিন্ন সময় জমি বিক্রি করা ৯ লাখ টাকা খরচ করে চিকিৎসা করালেও একমাত্র মেয়েটিকে সুস্থ্য করতে পারেনি পরিবার। বর্তমানে টাকার অভাবে থেমে আছে শিশুকন্যার চিকিৎসা। পাঁচ বছরের শিশু সম্পূর্না গাইনের বাবা মোহন গাইন একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ও মা প্রজ্ঞা গাইন গৃহিণী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৮ সালে সুস্থ্য শিশু হিসাবে টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা গ্রামে জন্ম গ্রহণ করে সম্পূর্ণা। মাত্র চার মাস বয়সে জ্বর হওয়ার পর থেকেই বড় হতে শুরু করে শিশুটির মাথা। দীর্ঘদিন এলাকায় চিকিৎসা করানোর পরও কোন উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে। সেখানে দুইটা অপারেশন করার পরও কোন লাভ হয়নি। পরে স্থানীয়দের পরামর্শে ভারতে নিয়ে কয়েকমাস চিকিৎসা করালেও সম্পূর্ণার মাথার আকার কমেনি। পরে চিকিৎসকেরা জানায় অপারেশন মাধ্যমে শিশুটিকে সুস্থ্য করা সম্ভব কিন্তু খরচ হবে বাংলাদেশী দশ লাখ টাকা। কিন্তু শিশুটির জন্মের পর থেকে চিকিৎসার জন্য খরচ হয়েছে প্রায় ৯ লাখ টাকা। বর্তমানে দশ টাকা জোগার করতে না পাড়ায় থেমে আছে সম্পূর্ণার চিকিৎসা। তাই শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে দেশের বিত্তবান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন তার পরিবার।সহায়তা পাঠানোর ঠিকানাঃ ০১৯৮২-৬৩২১৭৮ (বিকাশ) ও ব্যাংক একাউন্ট নং- ২০৫০ ৪০০ ৬৮ ০০০০০৫০৯ (ইসলামী ব্যাংক)
সম্পূর্নার বাবা মোহন গাইন বলেন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, খুলনা, ঢাকা ও ভারতের বেঙ্গালুরে নিয়ে চিকিৎসা করানোর পরেও একমাত্র মেয়েকে সুস্থ্য করতে পারিনি। বেঙ্গালুরু থেকে ভারতের মাদ্রাজে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু সেখানে ব্যায় হবে দশ লাখ টাকার বেশি। জমানো ও জমি বিক্রি করা টাকা দিয়ে এতদিন চিকিৎসা করাতে করাতে এখন আর ভারতের মাদ্রাজে নিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই। তাই একমাত্র মেয়েকে সুস্থ্য করতে সমাজের ধ্বনী ব্যক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করি।
শিশুটির মা প্রজ্ঞা গাইন বলেন, আমার মেয়ে হাঁটাচলাও করতে পারে না। সব সময় কোলে রাখতে হয়। বেশিরভাগ সময় কান্নাকাটি করে। একমাত্র মেয়ের দুশ্চিন্তায় রাতে ঘুমাতেও পারিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ আমার মেয়েটিকে বাঁচাতে আপনারা সাহয্যের বাড়িয়ে দিবেন।
স্থানীয় ইউপি সদস্য বিজয় বাড়ৈ বলেন, পাঁচ বছরের মেয়েটাকে সুস্থ্য করতে অনেক টাকা নষ্ট করেছে মোহন। কিন্তু কোন লাভ হয়নি। চিকিৎসার জন্য জমি বিক্রি করতে করতে এখন শুধুমাত্র বাড়ির জায়গা টুকুই আছে। আর ভারতের মাদ্রাজে নিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই ওদের। তাই সবাইকে যার যার অবস্থান থেকে সাহায্য করার অনুরোধ করি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-মামুন বলেন, শিশুটির অসুস্থ্যতার ব্যাপারে জানতে পেরেছি। শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply