কালের খবরঃ
পরীক্ষার হলে মোবাইলের মাধ্যমে অসুদাপায় অবলম্বন করায় ৩১জন পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিস্কার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (৩জুন) প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষার হল থেকে এদের গ্রেপ্তার করা হয়।তারা মোবাইলের ডিভাইস ব্যবহার করে উত্তরপত্র তৈরী করছিলেন।গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, এবছর জেলার ২৭টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৭ হাজার ৪৪৯ জন পরীক্ষার্থী অংশ নেন।এর মধ্যে ৩১জন পরীক্ষার্থী হলে মোবাইল ফোন ব্যবহার করে উত্তর পত্র লেখার চেষ্টা করেন। যা অবৈধ ও আইন পরিপন্থী। এই অপরাধে ৩১জনকে পরীক্ষা থেকে বহিস্কার ও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ বলেন, গোপালগঞ্জে সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষা চালাকালীন ৩১জন পরীক্ষার্থী অবৈধ কাজে লিপ্ত হওয়ায় তাদের বহিস্কার ও গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অন্যায় কাজের সঙ্গে আরো যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। যাতে অবরাধ চক্রটি ধরাপড়ে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply