কোটালীপাড়া প্রতিনিধিঃগোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চলা মেলায় মাদক প্রতিরোধে নাটক ‘উপলব্ধি’ মঞ্চস্থ হয়েছে।বুধবার ( ১জুন)রাতে উপজেলার শিল্পকলা একাডেমি চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশিষ্ট টিভি নাট্যকার আকাশ রঞ্জনের পরিচালনায় ‘উপলব্ধি’ নাটকটি মঞ্চস্থ হয়।এ নাটকে নাট্যকার আকাশ রঞ্জন, বিশিষ্ট টিভি অভিনেতা শফিক খান দিলু, আরফান আহম্মেদ, বিনয় ভদ্র, হারুনুর রশিদ, আমিন আজাদ, ইমরান হাশমী অভিনয় করেন।নাটকটিতে মাদকের ভয়াবহতা ও এর প্রতিরোধে পরিবারের পক্ষ থেকে করণীয়সহ নানা দিক তুলে ধরা হয়।এ নাটকটি দেখার জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত হয় মেলা স্থল শিল্পকলা একাডেমি চত্ত্বরে।উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটি উদ্বোধন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসীম উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।নাট্যকার আকাশ রঞ্জন বলেন, বর্তমানে দেশ তথা সমাজে মাদক সেবনকারীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে । মাদকের নীল ছোবলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এই মাদক সেবন থেকে যুব সমাজকে রক্ষা ও এর প্রতিরোধ হিসেবে আমি এই ‘উপলব্ধি’ নাটকটি লিখেছি। আমারই পরিচালনায় এই নাটকটি আমার জন্মভূমি কোটালীপাড়ায় দেশের বিশিষ্ট কয়েকজন অভিনেতার অভিনয়ের মাধ্যমে মঞ্চস্থ করা হলো। আশা করছি এই নাটকটি দেখার পর যুব সমাজ মাদক সেবন থেকে ফিরে আসবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply