কালের খবরঃ
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অর্ন্তভূক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্য নিয়ে রবিবার (২এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়েছে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে এ সভায় বক্তব্য রাখেন।বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান। গোপালগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন-অর- রশীদ এর সভাপতিত্ব জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।পরে অটিজমে আক্রান্তদের মাঝে ৬টি হুইল চেয়ার ও শতাধিক শিশুকে একটি করে টিফিন বক্স তুলে দেন অতিথিবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply