কালের খবরঃ
গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই ‘আগুনের পরশমনি’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর জেলা উদীচী কার্যালয়ের সামনে থেকে মোমবাতি হাতে পদযাত্রা শুরু করে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে ও সকল শহীদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনারে অবস্থান নেয়া হয়। সেখানে মোমবাতি হাতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোপালগঞ্জ উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, প্রগতি লেখক সংঘের সভাপতি কবি গাজী লতিফ ও অনুনাদ কালচারাল একডেমির প্রতিষ্ঠাতা পরিচালক প্রদ্যোৎ রায়।মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী,খেলাঘর, প্রগতি লেখক সংঘ ও অনুনাদ কালচারাল একডেমির লিশ্পী ও কলাকৌশলীগণ অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply