বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার(২৩ মার্চ ) একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষকদের এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মকর্তাদের নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন এবং রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের গণিত অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী
কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, বিশেষ অথিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন, সভাপতিত্ব করেন রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান এবং রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ নদী রক্ষা কমিশনের উপ-প্রধান (মরফোলজিস্ট) মুঃ বিল্লাল হোসেন খান। উভয় প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক, দপ্তর প্রধান, শাখ প্রধান ও সিনিয়র কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply