কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাইত্রিশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ১৫শত কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ ও ২২শত কৃষকের মাঝে কৃষককের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, নবনির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, কিষাণী নাজমিন খানম বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, খরিপ-১ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়েছে। আশা করছি এই বীজ ও সার নিয়ে চাষ করে এই ৩৭শত কৃষক আর্থিকভাবে লাভবান হবেন। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply