কালের খবরঃ
গোপালগঞ্জে রাবেয়া-আলী গালর্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১০ মার্চ) সকালে এ প্রতিযোগিতা শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণলেয়ের সচিব ওয়াহিদা আক্তার।
স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক( ট্যুরিষ্ট পুলিশ) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লৎফার রহমান বাচ্চু প্রমূখ।
দিনব্যাপী বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেনন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।এসব অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply