কালের খবরঃ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা ভূমিহীন মুক্ত এলাকা ঘোষনা হতে যাচ্ছে। চলতি মার্চ মাসেই মাননীয় প্রধানমন্ত্রী এই ৪ উপজেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষনা করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে।সোমবার (৬ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়ন টাক্সফোর্স কমিটির বিশেষ সভায় এই তথ্য জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিশেষ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ রুহুল আমীন, এলজিইডি-র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমূখ বক্তব্য রাখেন।আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়ন টাক্সফোর্স কমিটির বিশেষ সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মুকসুদপুর উপজেলায় “ক’ শ্রেনীভুক্ত ৫৯৩ টি, কাশিয়ানী উপজেলায় ৬৪০টি, কোটালীপাড়া উপজেলায় ৩৮৯ টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩৪১ টি ভূমিহীন পরিবারের মধ্যে আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহনির্মান করে দেয়া হয়েছে।
এসব উপজেলায় চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত সেসব ভূমিহীন তালিকা পাওয়া গেছে তাদের সকলকেই মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এ মাসের শেষ সপ্তাহে ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে এই ৪ উপজেলাকে ভূমিহীন ঘোষনা করার সম্ভাবনা রয়েছে।
শুধুমাত্র গোপালগঞ্জ সদর উপজেলাকে এই মূহুর্তে ভুমিহীনমুক্ত ঘোষনা করা যাচ্ছেনা। কেননা সদর উপজেলায় ১ হাজার ৯৯৪ জন ভূমিহীনকে আশ্রয়ন প্রকল্পে ঘর দেয়া হয়েছে। বরাদ্দ পাওয়া আরো ২৩০জনকে এখনো ঘর নির্মান করার কাজ সম্পন্ন না হওয়ায় তাদেরকে পুর্নবাসিত করা যায়নি। পরবর্তীতে সদর উপজেলাকে ভূমিহীন ঘোষনা করা হবে বলে জেলা প্রশাসক সভায় জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply