টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ) টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
টুঙ্গিপাড়া উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, উদ্যোক্তা মোঃ ফরিদ শেখ, সঞ্জিত কবিরাজ, আরিফুল ইসলাম প্রমুখ।এর আগে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩০ টি স্টল ঘুরে ঘুরে দেখেন।
টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস বলেন, দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি করে মেধাবী জাতি গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য। জাতি মেধাবী হলে, দেশ স্মার্ট হবে। সেই লক্ষ্যে আমরা নতুন নতুন উদ্যোক্তা ও বাজার সৃষ্টি করতে কাজ করছি। সেই সাথে নিরাপদ প্রাণিজ পুষ্টি নিশ্চিত করতে চাই। তাই আমরা প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছি। যে সমস্ত উৎস থেকে দুধ ডিম ও মাংস পাওয়া যায়, সেই সমস্ত প্রাণীর মধ্যে এখানে গরু-ছাগল, হাঁস-মুরগি, কবুতর, তিতির, টার্কি মুরগি, কোয়েল, ঘুঘু সহ বিভিন্ন পাখির দিনব্যাপী প্রদর্শনী করা করা হয়েছে ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply