কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনব্যাপী স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেগে (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় হাসপাতালের হলরুমে নিরাপদ খাদ্য ও হাইজিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও তত্ত্ববধায়ক ডাক্তার মোঃ মাহামুদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাশিয়ানী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ওমর হোসেন,সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ,সাংবাদিক শহিদুল আলম মুন্না,হেলথ ইন্সেপেক্টর মোঃ বাবুল, ইউ.পি সদস্য সালমা বেগম প্রমূখ।
কর্মশালায় বিষয় ভিত্তিক মুল আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও তত্ত্ববধায়ক মোঃ মাহামুদুল ইসলাম।স্বাস্থ্য বিষয়ক এ কর্মশালায় অংশ নেয় মসজিদের ইমাম,গণমাধ্যমকর্মী,জনপ্রতিনিধিরা।কর্মশালায় নিরাপদখাদ্য ও হাইজিং নিয়ে ব্যাপক আলোচনা হয়। বক্তারা উপজেলার বিভিন্ন স্তরের হোটেল ব্যবসায়ী ও কৃষকদের নিয়ে কর্মশালা করায় মত প্রকাশ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply