কালের খবরঃগোপালগঞ্জ পৌর নির্বাচনী আচরন বিধি ও আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই এই হট্টগোলের ঘটনা ঘটে। মতবিনিময় সভায় প্রার্থীরা মেয়র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের প্রার্থী শেখ রকিব হোসেন রকিবের সমর্থকদের নির্বাচনী আচরনবিধি লংঘন নিয়ে অভিযোগ করলে শেখ রকিবের সমর্থক আওয়ামী লীগ নেতা তৈয়াবুর রহমান এর প্রতিবাদ করেন।এতে অন্য বেশ কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে মারতে তেড়ে যান । এসময় তৈয়াবুরকে ধাক্কা দিয়ে সিটে বসিয়ে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
আজ রোববার সকালে শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে আসন্ন গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণ কারী সকল প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে গোপালগঞ্জ জেলা নির্বাচন কমিশনের আয়োজনে মতবিনিময় সভার আহবান করা হয়। এই সভায়
জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি এবং পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল মোল্লা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুর জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। সভায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মহাসিন উদ্দিন , মেয়র প্রার্থী ক্যারামবোর্ড প্রতীকের জিএস সাহাব উদ্দিন, মৃনাল কান্তি রায় চৌধুরী, শেখ মুশফিকুর রহমান লিটন বক্তব্য রাখেন।
এসভায় পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। আগামী ১৫ জুন এই পৌর সভায় নির্বাচ অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply