কালের খবরঃ
গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮, জেন্ডার সমতা ও শিশু অধিকার বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ঢাকা আহ্ছানিয়া মিশন এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।সোমবার(২০ফেব্রুয়ারী)সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান,আহছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী কবির উদ্দিন, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম, এসএম হুমায়ূন কবীর, প্রসূন মন্ডল, আহম্মদ আলী খান প্রমূখ বক্তব্য রাখেন ।
এ ওরিয়েন্টেশনে জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। ওরিয়েন্টেশনে জেন্ডার ধারনা,শিশু সুরক্ষা,বাল্যবিবাহ নিরোধ আইন, নিরোধ বিধির উপর আলোচনা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply