টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জে আসছেন। এ সফরের দ্বিতীয় দিন ২৫ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় ভাষন দিবেন।
প্রধানমন্ত্রীর এ সফর এবং জনসভা সফল করতে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, শেখ হেলাল উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা কর্মি ও জনপ্রতিনিধিদের দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন। তিনি প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্র পরিনত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার জন্য আহবান জানান।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আয়নাল হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply