কোটালীপাড়া প্রতিনিধিঃ
দীর্ঘ চার বছর পর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দিবেন বলে দলীয় সূত্রে জানাগেছে।
এ উপলক্ষে বুধবার( ১৫ ফেব্রুয়ারি ) দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন, যুবলীগ নেতা লিটু তালুকদার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এ উপলক্ষে আমরা আজ জনসভার মাঠটি পরিদর্শন করলাম।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষন দিয়ে ছিলেন। এরপর মহামারি করোনার কারণে তিঁনি কোটালীপাড়ায় আসতে পারেননি। তবে তিঁনি প্রতিনিয়ত এখানের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে কোটালীপাড়াবাসীর খোঁজ খবর নিয়েছেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক দিন পরে কোটালীপাড়ায় আসবেন। তাঁর এই আগমনের সংবাদ শুনে আমরা আনন্দিত। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতা-কর্মীর মাঝে উদ্দীপনা বিরাজ করছে। এই জনসভাকে সফল করতে আমরা দলীয় নেতা-কর্মীরা ইতোমধ্যে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছি।
আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আমাদের পাশ^বর্তী উপজেলা কোটালীপাড়া হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা। এ উপজেলাটি আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে জননেত্রীর জনসভায় প্রচুর লোক সমাগম ঘটবে বলে আশা করছি। আমরাও আগৈলঝাড়া উপজেলা থেকে হাজার হাজার নেতা কর্মী এ জনসভায় যোগ দিবো।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply