কালের খবরঃ
গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।বুধবার ( ১৫ ফেব্রুয়ারি)সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ডাঃ সাকিবুর রহমান জানান,আগামী ২০ ফেব্রুয়ারি জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে মোট ১ লক্ষ ৯৪ হাজার ১৮৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ১১৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৬৯ হাজার ৬৯ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৭০৯ টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। এ সময় সিভিল অফিসের মেডিকেল অফিসার সাদ মাহামুদ জয়, জেলা ইপিইই সুপারেটেন্ট দিপক রঞ্জন সরকার,ডাঃ দিবাকর বিশ্বাস, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। এসময় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION