কালের খবরঃ অতিমারী করোনা ভাইরাসের কারনে বিগত দুই বছর বন্ধ ছিল মাদারীপুরের রাজৈরের কদমবাড়ীর কুম্ভু মেলা। আজ শনিবার (২৮মে) থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ঈতিহ্যবাহী ‘কুম্ভমেলা’ বা কামনা মেলা। মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। মহামানব গনেশ পাগলের এ মেলায় ভক্তরা আসেন পূণ্য অর্জনের জন্য। মেলাকে ঘিরে পুরো মাঠ জুড়ে বসেছে সারি সারি দোকান। আয়োজকরা বলছেন, দুই বছর করোনার কারনে মেলা বন্ধ রাখা হয়। এ বছর করোনার মহামারী না থাকায় ভক্তবৃন্দ ও দোকানীদের চাপ বেশী। দিন দিন মেলার জনপ্রিয়তা বাড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। মেলায় আগত মানুষের নিরাপত্তা দিতে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
২৮মে ১৩ই জ্যৈষ্ঠ শুরু হচ্ছে মাদারীপুরের রাজৈরের কদবাড়ির দিঘীরপাড় মহামানব শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে দেশের অন্যতম কুম্ভ মেলা। হিন্দু ধর্ম অনুসারীদের মতে, সত্য যুগে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনে যে অমৃত সুধা উঠেছিল তা চারটি কুম্ভ পাত্রে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিক এই চারটি স্থানে রাখা হয়েছিল। এই ঘটনার পর থেকে মুনি ঋষিরা কুম্ভ মেলার আয়োজন করে আসছেন। ১৪০ বছর পূর্বে জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে ১৩ জন সাধু ১৩ কেজি চাল ও ১৩ টাকা নিয়ে রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় ভারতের কুম্ভমেলাকে অনুসরণ করে এই মেলার আয়োজন করেন। সেই থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আশ্রমের মূল মেলা শনিবার থেকে ৩ দিন ব্যাপী হলেও শুক্রবার সকাল থেকেই মেলায় আসতে শুরু করেছে ভক্তবৃন্দরা। এই মেলার চলবে পুরো সপ্তাহ জুড়ে। প্রায় ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে কুম্ভমেলায়।
শুক্রবার সকাল থেকেই দলে দলে জয় ডাংকা ও নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে জয় হরিবল ও জয়বাবা গনেশ পাগল ধ্বণি করতে করতে দেশের বিভিন্ন স্থান থেকে সাধু সন্যাসী ও ভক্তবৃন্দরা বাসে, ট্রাকে, ট্রলারে ও পায়ে হেটে আসতে শুরু করছে মেলা প্রাঙ্গনে। দুই বছর মেলায় আসতে না পেরে ভক্তরা দারুণভাবে ব্যতিত। এ বছর ভক্তবৃন্দ মেলায় আসতে পেরে খুবই খুশি।
মেলায় বিভিন্ন ধরনের প্রায় ৮’শ ছোট বড় ব্যবসায়ী তাদের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় আসা দর্শনার্থীরা এসব মেলা থেকে পছন্দমত কিনে নিচ্ছেন জিনিসপত্র।
বরিশাল,পিরোজপুর,সাতক্ষীরা,রাজশাহী,বগুড়া,চিটাগং,রংপুর,যশোর,খুলনা,ফরিদপুর,রাজবাড়ী,মাদারীপুর,গোপালগঞ্জ,গৌরনদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ আসে। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও অন্যান্য রাষ্ট্র থেকেও বহু ভক্তবৃন্দ আসে ঐতিহ্যবাহী এই গনেশ পাগলের কুম্ভ মেলায়। এ মেলা উপলক্ষে প্রায় ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসেছে সারি সারি নানা রকমের দোকান। পুরো মেলাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। মেলার হাজারো দোকনে পছন্দের জিনিস সুলভে কিনতে পেরে খুশি ক্রেতারা। আর বিকিকিনি বাড়ায় খুশি বিক্রেতারা।
গনেশ পাগল মেলা কমিটির সাধারণ সম্পাদক প্রণব বিশ^াস,
বলেন,সকলের সহযোগিতায় মেলার জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। মেলাকে ঘিরে নেওয়া হয়েছে গণেশ পাগলের আশ্রম থেকে নানা ধরনের ব্যবস্থা।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, মেলায় আগত মানুষের নিরাপত্তায় তিনস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি আশ্রমের পক্ষ থেকে স্বেচ্ছা সেবক কাজ করছে।মেলাটিকে সুন্দর ভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ নিরলস কাজ করছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply