কালের খবরঃ
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের পর কবুতর উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ, সহকারী প্রধান শিক্ষক কামিনী রঞ্জন রায়, অর্চনা বিশ্বাসসহ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালযয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply