খুলনা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামী আইনজীবী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার দুপুরে অভিযুক্তকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেলে আসামীকে আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।র্যাবের প্রেস বিজ্ঞপ্তীতে সাংবাদিকদের জানানো হয়েছে, র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামীর অবস্থান নিশ্চিত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৩, ঢাকার একটি আভিযানিক দল বিকেলে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে, চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার একমাত্র আসামী আইনজীবী আলমগীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে। পরেসোমবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডে বাসায় ডেকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে এই আইনজীবী আলমগীর হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় ওই দিন গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন বাদী হয়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনের (৪৫) বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। রবিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে দোষী আইজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শির্ক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply