টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ কৃষিবিদ দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।এ সময় সংগঠনের গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডিডি আলুবীজ দীপংকর রায়, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, কৃষি অফিসার নিটুল রায়, মো. জামালউদ্দিন,ব্রি, বারি,বিএডিসি, মৎস্য ও প্রাণি সম্পদ দপ্তরের কমকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply