কালের খবরঃ
গোপালগঞ্জে আইনজীবী কর্তৃক এক বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী আইজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শির্ক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (১২ ফেব্রুয়ারী) তারা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় দাড়িয়ে হাতে হাত ধরে ব্যানার-ফেষ্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, কোষাধ্যক্ষ ড. মোশারফ হোসেন, স্বাধীনতা হল প্রভোস্ট মাহাবুবুল আলম, ইতিহাস বিভাগের চেয়ারম্যান সানজিদা পারভিন, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ইশিতা রায়, অফিসার সমিতির সাধারন মিরাজ সিকদার, কর্মচারী সমিতির সাধারন সম্পাদক বিএম আশিক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ওই আইনজীবীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনের (৪৫) বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি একটি মামলা করেন। এঘটনার পরথেকে আইনজীবি পলাতক রয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মাসুদ পারভেজ বলেন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খুঁজছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা সম্ভব হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply