কালের খবরঃ
গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তির জন্য সরাসরি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি)দুপুরে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যম কর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহে আলম।
এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির।শিক্ষাবর্ষের শুরুতে এই বিদ্যালয় লটারির মাধ্যমে মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করা হয়।
এরপর এই বিদ্যালয়ে শূন্য আসন ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করে। এই আবেদনের প্রেক্ষিতে শূন্য আসনের শিক্ষার্থী ভর্তি করার জন্য সরাসরি লটারির আয়োজন করা হয়। লটারি থেকে নির্বাচিতরা এই স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। এর মধ্য দিয়ে এই স্কুলের ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষাকার্যক্রম সমাপ্ত হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply