কালের খবরঃ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বরাশুর নামক স্থানে যশোরগামী শিক্ষা সফরের বাস দূর্ঘটনায় এক জন নিহত ও অপর ৩৫ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। মারাত্মক আহত ২০জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া থেকে পিকনিক শেষে যশোরের বাঘারপাড়ার বাকড়ী গ্রামে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিদ্যুত বিশ্বাস (৫০)। তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গ্রামের গকুল চন্দ্র বিশ্বাসের ছেলে।
আহতদের ও পুলিশ সূত্রে জানাগেছে,তিনটি বাসে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষাসফরে আসে। ফেরার পথে তাদের বহনকারী একটি বাস দূর্ঘটনার কবলে পড়ে। বাসটি অন্যগাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কাশিয়ানী থানার এস,আই দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের বহনকারী বাসটি পথিমধ্যে ঘটনাস্থলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কায় লাগায়। ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে অন্ততঃ ৩৬ জন আহত হয়।
ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে চিকিৎসকেরা মৃত ঘোষনা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply