কালের খবরঃ
গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কাযর্ক্রম চালু করা হয়েছে। বুধবার (০৮ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কাযর্ক্রম চালু উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা নভা। সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রফেসর ডাঃ মোঃ সামিউল ইসলাম। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেন, ঢাকা বিভাগের পরিচালক ডাঃ মোঃ ফরিদ হোসেন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বহির্বিভাগীয় স্বাস্থ্য সেবা কাযর্ক্রম চালু হওয়ার ফলে মাত্র ১০ টাকা মূল্যের টিকিটে উন্নত মানের স্বাস্থ্য সেবা নিতে পারবেন গোপালগঞ্জসহ এর আশপাশের জেলার সাধারন রোগীরা।উল্লেখ্য বিগত ২০১২ সালে জেলা শহরের নবীনবাগ এলাকায় ৩৬ একর জমির উপর ৭শ ৫ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে পাঁচশ শয্যার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান করা হয়। যার মধ্যে রয়েছে ১০ তলা বিশিষ্টি আধুনিক হাসপাতাল ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply