কালের খবরঃ গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) দুপুর ১২টায় টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সর সভাকক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপু বিশ্বাস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভন জানান, আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নে ৫১টি সেন্টারে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের এবং ১ থেকে ৬ বছর বয়শের শিশুদের ভিটামিন খাওয়ানো হবে। সকল শিশুদের ভিটামিন এ খাওয়ানোর জন্য অনুরোধ করা হয়। কারন ভিটামিন এ ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুকি কমায়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply