কাশিয়ানী প্রতিনিধিঃ
গ্যাসের দাম বৃদ্ধির সাথে সাথে গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বেলতলা বাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা বাজারের পাহারাদার রমজান সিকদারের মুখ গামছা দিয়ে বেধে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ভিতির সৃস্টি হয়েছে। ছিনতাইকৃত গ্যাসের মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সী মুঠোফেনে জানিয়েছেন, মোংলা থেকে ১২ কেজি ওজনের ৫৯৬ বোতল ওমেরা কোম্পানীর গ্যাস সিলিন্ডার নিয়ে রাত পৌনে ১২টার দিকে (ঢাকা- মেট্রো ট-১৫-৫৯২৮) ট্রাকটি কাশিয়ানীর বেলতলা বাজারে পৌছায়। সেখানে গাড়ী পার্কিং করে চালক বাড়িতে গেলে ছিনতাইকারীরা একটি পিকআপ নিয়ে সেখানে এসে বাজারের পাহারাদারের মুখ গামছা দিয়ে বেধে ট্রাক নিয়ে পালিয়ে যায়। সিলিন্ডারসহ এই গ্যাসের বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
তিনি আরো জানিয়েছেন, ছিনতাইকারীরা ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হয়ে রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা এবং রাত ৩টা ৬ মিনিটে ধলেশ্বরী ব্রীজে টোল দেয়।
এদিকে বাজার এলাকা থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ভিতির সৃস্টি হয়েছে। তারা বাজারে পুলিশি টহল বাড়ানোর দাবী করেছেন।
এ ব্যপারে কাশিয়ানী থানার ওসি ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তারা কাজ করছেন। তবে ব্যবসায়ী এখনও থানায় কোন অভিযোগ দেয়নি।
উল্লেখ্য বর্তমানে প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্য আগের থেকে দুইশত টাকা বৃদ্ধি করা হয়েছে। আগে প্রতি সিলিন্ডার গ্যাস ১হাজার ৩২০টাকা কেনা আসলেও এবার দাম বৃদ্ধি পেয়ে ১হাজার ৫২০টাকা হয়েছে। যা আগের মূল্যথেকে দুইশত টাকা বেশী।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply