কালের খবরঃ
গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ শুক্রবার ( ২৭ মে) সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্যা ও স্ব স্ব রিটারনিং কর্মকর্তারা প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন। এর আগে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলগণ তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে হাজির হন।
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারন কাউন্সিলর পদে ৬০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
গোপালগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে মোঃ রেজাউল হক সিকদার রাজু (চামচ), জি.এম সাহাবউদ্দিন আজম (ক্যারামবোর্ড), কাজী লিয়াকত আলী লেকু (মোবাইল ফোন), মোঃ মুশফিকুর রহমান লিটন (ইস্ত্রি), মৃণাল কান্তি রায় চৌধুরী পপা (জগ ), শেখ রকিব হোসেন রকিব (নারিকেল গাছ), দিলীপ কুমার সাহা দিপু (কম্পিউটার), এস এম নজরুল ইসলাম নুতন (হেলমেট), মোঃ আবুল ফাত্তাহ সজু (রেলইঞ্জিন)ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ দিদারুল ইসলাম (হাতপাখা)।
অপরদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
মুকসুদপুর পৌরসভায় আতিকুর রহমান মিয়া (নৌকা), আশরাফুল আলম শিমুল (জগ), আহজ্জাদ মহসিন খিপু (মোবাইলফোন), সাজ্জাদ করিম মন্টু (চামচ ) ও সাইফুদ্দিন সরদার বিদ্যুৎ (নারিকেলগাছ)।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply