কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুরের সংরক্ষিত আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া।শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য সাদিম হায়দার, বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, গাজীপুর মহানগর মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুলেখা আক্তার ঝুমুর সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এমপি শামসুন্নাহার ভূঁইয়া বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply