কালের খবরঃ গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।আজ শুক্রবার (২৭ মে) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্ধোধন করেন। এসময় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমূখ উপস্থিত ছিলেন।
সকালে ২০ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়্যাল মহিলা ইভেন্টে ৩৭ মিনিট ২২ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সমাপ্তি বিশ্বাস অর্থি এবং ৩০ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়্যাল পুরুষ ইভেন্টে পুরুষ ইভেন্টে ৪৬ মিনিট ১৮ দশমিক ১৩ সেকেন্ড সময় নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মোঃ রাকিবুল ইসলাম প্রথম হন। এ প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিস টিমসহ ১৯টি দলের প্রায় ৩০০ প্রতিযোগী ১৪টি ইভেন্টে অংশগ্রহণ করছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply