কালের খবরঃ
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পাল্টা পাল্টি কর্মসূচী পালিত হয়েছে।নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। জেলা সদরের পৌরসভা নির্বাচনে ১০জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী।নির্বাচনে কোন দলীয় মনোনয়ন না দেয়ায় এই পৌর সভায় উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কিন্তু, গতকাল বৃহস্পতিবার ( ২৬ মে) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাধারন সম্পাদক মাহাবুব আলী খান এক প্রেস ব্রিফিং করে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন রকিবকে আওয়ামী লীগের সমর্থন দেয়া হয়েছে। এই সমর্থনকে কেন্দ্র করে পুরো পৌর এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এরই প্রতিবাদে আজ শুক্রবার (২৭ মে) দুপুরে অপর মেয়র প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি জি.এম সাহাব উদ্দিন আজম-এর নেতৃত্বে সহস্রাধিক সমর্থক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি পৌর এলfকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে স্থানীয় চৌরঙ্গীতে গেয়ে বিক্ষোভ মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মেয়র প্রার্থী জিএম সাহাব উদ্দিন আজম, শেখ ইনসান আলী, জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাহাবুদ্দিন হিটু, আমির মেম্বার প্রমূখ বক্তব্য রাখেন।তারা একজন প্রার্থীকে জেলা আওয়ামী লীগের দেয়া সমর্থন সম্পূর্ন অবৈধ হিসাবে চিহ্নিত করেন এবং এঘটনার তীব্র প্রতিবাদ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply