কালের খবরঃ গোপালগঞ্জ পৌর নির্বাচনে শেখ রকিব হোসেনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। আজ বৃহস্পতিবার ( ২৬ মে) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এই ঘোষণা দেয়া হয়। প্রেস ব্রিফিং এ তিনি বলেন, দলীয় ও সরকার প্রধানের সমর্থণ রয়েছে শেখ রকিব হোসেন রকিবের প্রতি। তাঁর ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমরা জেলা আওয়ামী লীগের শতভাগ নেতাকর্মী রকিবের পক্ষে কাজ করবো বলে সিধান্ত নিয়েছি।এই খবরটি আপনাদের ( সাংবাদিকদের) মাধ্যমে ভোটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ রুহুল আমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস বদরুল আলম বদর উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply