কালের খবরঃ
আগামী ২৭ ও ২৮ মে গোপালগঞ্জ শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গোপালগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে।আগামীকাল শ্রক্রবার ২৭ মে সকাল সাড়ে ১০টায় যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দীন এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।সভাপতিত্ব করবেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম।আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী জানান, এই প্রতিযোগিতায় পুরুষ ৭টি এবং নারী ৭টি ইভেন্টে ৩ শতাধিক নারী ও পুরুষ প্রতিযোগি অংশ নিবে।সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ রাশেদুর রহমান সভাপতিত্ব করেন।এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ খান, নির্বাহী সদস্য রেজাউর রহমান এবং অ্যাডভাইজার শেখ সাজেদুলল্লাহ সাজু উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply