কালের খবরঃ
গোপালগঞ্জে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের আন্তঃ কলেজ খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী রবিবার(১৫ জানুয়ারী) গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার ১০টি ইভেন্টে ৫ জেলার ২০টি কলেজের ২শ’ শিক্ষার্থী অংশ নেন।সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও কলেজ ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অসীম বাড়ৈ ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফকরুজ্জামান।পরে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply