টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ও চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনউদ্দিন।
শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে প্রথমে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। এসময় সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামচুল আরেফিন টিটু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সহ-সভাপতি অ্যাড. নুরুল আমিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে, সহস্রাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মোঃ মাঈনউদ্দিন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোজানাতে অংশ নেন।#
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply