কালের খবরঃ
সারা দেশের মত গোপালগঞ্জেও চলছে তীব্র শীত। শীত থেকে সংগ্রামী হতদরিদ্র (ভিক্ষুক) সদস্যদের রক্ষা করতে গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের আওতায় গোপালগঞ্জ এরিয়ার গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এসব সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গল ও বুধবার (১০/১১ জানুয়ারী) জেলার নয়টি শাখায় ১৮০টি কম্বল সংগ্রামী দরিদ্রদের হাতে তুলে দেয়া হয়। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জোনের এরিয়া ম্যানেজার মাকসুদা বেগম। মাদারীপুর এরিয়ার জোনাল ম্যানেজার সাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অডিট অফিসার মোঃ এমদাদুল হক,প্রোগ্রাম অফিসার মোঃ আব্বাস উদ্দিনসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply