কালের খবরঃ
গোপালগঞ্জে অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যের মেয়াদ উত্তীর্ণ খাদ্যে পোকা জন্মানো দায়ে একটি চাইনিজ রেষ্টুরেন্টকে আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার (২ জানুয়ারী) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকইড় এলাকার “পিঠা গার্ডেন” নামে এই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
সহকারী পরিচালক শামীম হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পিঠা গার্ডেন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পাওয়া যায়। যাতে মাছি জাতীয় কালো রং এর পোকা জন্ম নিয়েছে। যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কারনে প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রেষ্টুরেন্ট মালিক ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ বলেন, আমি ঢাকায় থাকি। সপ্তাহিক ছুটির দিনে রেষ্টুরেন্টে যাই। প্রতিষ্ঠানটি যেসব কর্মচারীরা পরিচালনা করেন তারা দায়িত্বে অবহেলা করেছে বলে আমি মনে করছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply