কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়াq ২৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ১৮৮জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
রবিবার (০১ ডিসেম্বর) নতুন বছরের শীতের সকালে উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসিম উদ্দীন, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশ (মডেল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ দাস বক্তব্য রাখেন।
অপরদিকে উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্ব কোটালীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের শিক্ষার্থী জুঁই সমাদ্দার বলেন, বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা নতুন বছরের শুরুতেই নতুন বই পড়তে পারবো।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, বছরের প্রথম দিনে আমরা এ উপজেলার ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯হাজার শিক্ষার্থী ও ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২হাজার ১৮৮জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পেরেছি। আজকে আমরা যেসব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিলাম এসব শিক্ষার্থীরাই আগামীতে গড়বে স্মাট বাংলাদেশ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply