কালের খবরঃ
গোপালগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ ডিসেম্বর) সকালে শহরের বীণাপানি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, পৌর মেয়র শেখ রকিব হোসেনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিন প্রথমিকের শিক্ষার্থীদের মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ৬৯৭ টি বই এবং মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনালে ১৭ লাখ ৭১ হাজার ১১১টি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রানে আনন্দ আর উৎফুল্ল ছিল শির্ক্ষার্থীরা। বিগত দুই বছর করোনা মহামারির কারনে বই উৎসব করতে পারেনি কর্তৃপক্ষ। এবার আনন্দ আর উল্লাসের মধ্য দিয়ে বই উৎসবের আয়োজন করা হয়। জেলার প্রাক প্রাথমিক শ্রেণী, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনালের শিক্ষার্থীদের হাতে সরকারী বই তুলে দেয়া হয়েছে। এছাড়া টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা সদরে আয়োজিত বই উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী মোঃ রিফাত আলম ও মাহাদিয়া হোসেন সোহান বলে, নতুন বই পয়ে আমরা খুব খুশি হয়েছি। বছরের প্রথম থেকেই বই পড়তে পারবো। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই নতুন বই দেয়ার জন্য।
একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী দিশা বাইন বলেন, মায়ের সাথে নতুন বই নিতে স্কুলে এসেছি। বই পেয়েছি। আমার খুব ভাল লাগছে।
বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ বলেন, আমার বিদ্যালয়ে ১১’শ শিক্ষার্থী রয়েছে। যারা অনুপস্থিত রয়েছে তারা বাদে সকল শিক্ষার্থীকে বই দেয়া হয়েছে। আর যারা বাকী আছে তারা আসলেই বই দেয়া হবে। বই বিতরণের এমন কর্মযজ্ঞ করায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, শিক্ষার্থীরা যাতে বছরের শুরুতেই বই পড়তে পারে যে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছর শুরুর দিনেই বই বিতরনের আয়োজন করেছেন। আমরা জেলায় শুধু বাস্তবায়ন করছি। তিনি শিক্ষার্থীদের বই ঘরে তুলে না রেখে পড়ার লেখার মাধ্যমে জ্ঞান অর্জন করে আলোকিত মানুষ হবার আহবান জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply