মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপলগঞ্জের মুকসুদপুর বাঁওড়ে খাল খনন বন্ধের দাবিতে মাববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার ( ৩১ ডিসেম্বর ) সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী জমির মালিকানা দাবী করা কৃষকেরা হাতে হাত রেখে উপজেলার পশ্চিম কদমপুর ভাঙ্গাপোল বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাড়িয়ে এই মানববন্ধন করে।
উপজেরার প্রভাকরদী, কদমপুর, পুরাতন মুকসুদপুর, ঢাকপাড়, ভাকুড়ী, কাওয়ালদিয়া, পশারগাতী, ও কুলাকোনা গ্রামের সর্বস্তরের জনগন এই মাববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময়ে বক্তব্য রাখেন কৃষক বাচ্চু শেখ, নিজাম ফকির, বাদল শেখ, দেলোয়ার মোল্লা, নিছার খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, মুকসুদপুরের কিছু স্বার্থান্বেসী নিজেদের স্বার্থের জন্য কয়েক হাজার পরিবারের নিজস্ব মালিকানাধীন জমির উপর দিয়ে খাল খননের নামে জমি অবৈধভাবে দখলসহ সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে। দ্রুত খাল খনন বন্ধের জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, খাল খননকারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান বলেন, কারো ব্যক্তি মালিকানাধীণ জমির উপর দিয়ে খাল খনন করা হচ্ছেনা। তারা নিয়মানুযায়ী সরকারী জায়গার উপর দিয়েই খান খনন করছেন।যারা তাদের জায়গা দাবী করছেন, তাদের দাবীর পক্ষে কোন যৌক্তিক কারন নাই।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply