কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে কর্নেলিয়াস ইজেকিয়েল স্টুয়ার্টের একমাত্র গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল মজবুত করেছে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা আড়াইটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালী শেখ জামালের মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ। খেলার প্রথমার্ধের শুরুতেই গোলের জন্য আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু করে দু’দল। কিন্তু সহজ সুযোগ মিসের মহরায় গোল বঞ্চিত থাকে দু’দল। খেলার ২৪ মিনিটে ডিবক্সের মধ্যে বাংলাদেশ পুলিশের খেলোয়াড় ফাউল করলে পেনাল্টি পায় শেখ জামাল। স্পট কিক থেকে ৯নং জার্সিধারী খেলোয়াড় কর্নেলিয়াস ইজেকিয়েল স্টুয়ার্ট গোল করে শেখ জামালকে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হলে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল।
খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়ো হয়ে খেলতে থাকে বাংলাদেশ পুলিশ। কিন্তু এ অর্ধেও একের পর এক সহজ সুযোগ নষ্ট করায় গোল বঞ্চিত থাকে বাংলাদেশ পুলিশ। এদিকে শেখ জামালও একের পর এক সহজ সুযোগ নষ্ট করলে স্কোর বড় করার অক্ষেপ নিয়ে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply