কালের খবরঃ
গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীতে অনুষ্ঠিত হয়েছে পল্লী কবি জসিম উদ্দিনের কাব্য “নকশীকাঁথার মাঠ” অবলম্বনে গীতি নৃত্য নাট্যের অনুশীলন।সোমবার (১৯ ডিসেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে সন্ধা ৭ টায় নাটকটি মঞ্চস্থ হবে।
গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ এই নাটকটি পরিবেশন করবে।
উদীচী কেন্দ্রীয় সংসদ এর নাটক বিভাগের সার্বিক সহযোগিতায়, গোপালগঞ্জ উদীচীর সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু’র নির্দেশনায় নাটকটির মহড়া চলে।নাট্যদলটিকে সার্বিক সহযোগীতা করেন সংগঠনের গোপালগঞ্জ সংসদের সভাপতি নাজমুল ইসলাম।
নির্দেশক আনিচুর রহমান রাজু বলেন, উদীচী শিল্পী গোষ্ঠী নকশীকাঁথার মাঠ নাটকিটি ইতোপূর্বে ঢাকার মঞ্চে পরিবেশন করে পুরস্কৃত হয়েছে। আশাকরি এবার ও ভালো করবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply