কালের খবরঃ
বিশ্ব মৃত্তিকা দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র্যালীটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ “ স্বচ্ছতা” অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমানের সঞ্চালনায় দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্ব্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আশিক ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্নাসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
বক্তরা জমি বা মাটিতে কম পানি নির্ভর ফসলের আবাদ,সেচের জন্য ভূগর্ভস্থ পানির পরিমিত ব্যবহার, সুষম মাত্রায় রাসায়নিক ও জৈব সারের গুনাগুন উন্নয়ন এবং পরিমিত পরিমাণে জৈব সার প্রয়োগ করে জমিতে বার বার একই ফসল উৎপাদন না করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের আহবান জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply