কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীর মধুমতি বাঁওড় থেকে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ২৯টি অবৈধ জাল আটক করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (২৩ মে) সকালে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের মধুমতি বাঁওড়ের বিভিন্ন স্থান অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। আটককৃত জালের মূল্য প্রায় ৮ লাখ টাকা।
কাশিয়ানী উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, সকাল ৭ টার দিকে মধুমতি বাঁওড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি চায়না ম্যাজিক জাল, আড়াই হাজার মিটার দৈর্ঘের ৮টি চরপাটা জাল, ১টি নেটের বেড় জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল বাঁওড়ের পানি থেকে তুলে আনা হয়। পরে এসব জাল বাঁওড় পাড়ে জেলেদের সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম লুৎফর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply