কালের খবরঃ
বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ কবির হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজ। বুধবার(২৩ নভেম্বর)বিকেলে কলেজের হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
কলেজের অধ্যক্ষ মো. জিননু রাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী মোঃ আতিয়ার রহমান, টুংগীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের ও টুংগীপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।পরে ক্রেস্ট, ফুলসহ উপহার সামগ্রী দিয়ে শেখ কবির হোসেনকে সম্বর্ধনা প্রদান করা হয়।উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষা অনুরাগীও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply