টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকার।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুনসুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
দিন ব্যাপী এ উদ্ভাবনী মেলায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের ১৮ টি স্টল অংশগ্রহণ করে। পরে অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন। এছাড়া মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নিরুপন করে তাদের পুরস্কার প্রদান করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply