বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতী দ্বিতীয় দিনের মতো চলছে। চলমান কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।তবে ভর্তি সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের উপচার্যের সঙ্গে শিক্ষক নেতৃবৃন্দেরে বৈঠক চলছে।বৈঠক শেষে নতুন সিধান্ত গ্রহণ করা হবে বলে শিক্ষকরা জানিয়েছেন। আর আলোচনা ফলপ্রসূ হলে আন্দোলন স্থগিত হতে পারে বলেও সূত্রটি জানান।
দুই দফা দাবী নিয়ে উপাচার্যে সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষকদের কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেনী কক্ষে তালা ঝোলানো রয়েছে। সকল একাডেমিক কর্যক্রম বন্ধ রাখার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে গেছে। পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসলেও ক্লাশ না হওয়ায় ক্যাম্পাসে ঘোরাফেরা করে সময় কাটাচ্ছে।তাই নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা শিক্ষকদের এই সমস্যা দ্রুত সমাধান করে পাঠদান শুরু করার দাবী জানিয়েছে । তা না হলে তারা সেশনজটসহ লেখা পাড়ায় পিছিয়ে পড়বে বলে মত প্রকাশ করেছে। উল্লেখ্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড.মোঃ কামরুজ্জামান গতকাল বুধবার এক বিজ্ঞপ্তীতে জানান, রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রতিবাদে বুধবার সকাল থেকেই ক্লাস বর্জন কর্মসূচী ঘোষণা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION