কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাজি ফুটাতে গিয়ে আহত হয়েছে দুই শিশু। এরা স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী। বাজি বানিয়ে ফোঁটানোর সময় গ্যাস লাইটার বিস্ফোরনে আহত হয়েছে বলে পুলিশ ও আহত শিশুরা জানিয়েছে । গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও আঙ্গুল পুড়ে যাওয়ার কারনে তানভির খান নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলো- কোটালীপাড়ার সিকির বাজার হাই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র ও চিত্রাপাড়া গ্রামের তুহিন খানের ছেলে তানভির খান(১৩) ও বান্ধাবাড়ি লোহার ভিটা মাদ্রাসার ছাত্র ও একই গ্রামের এখলাস মিয়ার ছেলে সালমান মিয়া(১১)।এরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃস্টি হয়। শুক্রবার সকালে খবর পেয়ে কোটালীপাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ ও আলামত সংগ্রহ করেছেন।
কোটালীপাড়া থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামাতো ফুফাতো দুই ভাই ঘরের দরজা বন্ধ করে দিয়াশলাই-এর বারুদ দিয়ে বাইসাকেলের স্পক দিয়ে বাজি বানায়। তা ফোঁটানোর সময় কাছে থাকা গ্যাস লাইটার বিষ্ফোরিত হয়। এতে ওই দুই শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে তানভির খান একটু বেশী আহত হয়েছে। তার ডান হাতের তিনটি আঙ্গুল পুড়ে ফেটে গেছে। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
চিকিৎসা শেষে রাতেই তাকে মামার বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে তার মামা আল আমিন জানিয়েছেন। সে এখন সুস্থ্য আছে বলেও জানান তিনি।
চোখে আগুনের আচ লেগে আহত মাদ্রাসা ছাত্র সালমান মিয়া জানায়, তারা দুইজন বাজি বানিয়ে তা ফোটানোর চেষ্টা করেছিল। বাজি না ফোটাতে তানভির তাতে গ্যাস লাইটার দিয়ে তাপ দিলে বাজি ফুটে গ্যাস লাইটার ফেটে গিয়ে তারা দুইজন আহত হয়।
পুলিশ আরো জানিয়েছেন ঘটনাস্থলে গিয়ে বাজি বানানোর আলামত বাইসাইকেলের স্পক পাওয়া গেছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply