কালের খবরঃ
গোপালগঞ্জে ২২ লক্ষ টাকা ও প্রাইভেটকার নিয়ে চম্পট দিয়েছে এক ব্যবসায়ীর ড্রাইভার।সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শহরের সাবরেজিষ্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী গাজী বোরহান উদ্দিন জানান, তিনি ঢাকার নবাবপুরে ইলেকট্রিক ব্যবসা করেন।একটি জমি দলিরের উদ্দেশ্যে রোববার(৩০ অক্টোবর) ব্র্যাক ব্যাংক, নবাবপুর শাখা থেকে ২২ লক্ষ টাকা উত্তোলন করেন।
ওই দিনই নিজের প্রাইভেটকার যোগে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলিতে আসেন। সোমবার সকাল ১০টার দিকে তিনি জমি দলিল করার উদ্ধেশ্যে ২২ লক্ষ টাকা নিয়ে প্রাইভেটকার যোগে গোপালগঞ্জ সাব রেজিষ্ট্র অফিসের সামনে আসেন। টাকা গাড়িতে রেখেই তিনি অফিসে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে টাকার প্রয়োজন হলে তিনি ড্রাইভার শফিউলকে ফোন দেন। ফোনে সাড়া না পেয়ে বোরহান বাইরে এসে ড্রাইভারকে খুঁজে না পেয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
ওই ব্যবসায়ী আরো জানান, গত জানুয়ারী মাসে ৪৩ লক্ষ টাকা মূল্যের প্রিমো ব্রান্ডের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ- ৪৭৮৩১৮) কেনার পর শফিউলকে ড্রাইভার নিয়োগ করেন। শফিউলের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি শশুরবাড়ি নোয়াখালিতে থাকেন।
গোপালগঞ্জ সদর থানার এস.আই বিশ্বজিত ঘোষ জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। ঘটনাটির বিষয়ে একটি জিডি হয়েছে। ওই ড্রাইভারের অবস্থান জানতে ও গ্রেফতার করতে আমরা ততপর রয়েছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply