কালের খবরঃ
গোপালগঞ্জে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
“ভূমি অফিসে না এসে-ডিজিটাল ভূমি সেবা গ্রহন”-এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা ও ভূমি অধিগ্রহণ কর্মকর্মা রেজাউল করিম উপস্থিত ছিলেন।এ সময় ৫টি পরিবারের হাতে ৩১ লাখ ১৩ হাজার ৭৬৫ টাকার ভুমি অধিগ্রহনের চেক তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
৮টি স্টলের মাধ্যমে ভূমি সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল সেবা সমুহের সুবিধা ভূমি মালিকগনকে জানানোর জন্য আজ ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে।
এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, জনগণ যাতে অনলাইন সেবার বিষয়ে জানতে পরেন, সুফল পেতে পারেন। দালাল ধরতে না হয় সেজন্য এ আয়োজন করা হয়েছে।জনগণ মোবাইলের মাধ্যমে ঘরে বাসে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়েও জানতে পারবেন। নাগরিকদের মান উন্নয়নের জন্য এটি একটি পর্যায়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply