কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্রীড়া পরিদপ্তরের অর্থায়ণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নার্গিস রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০টি ক্লাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া উপকরণ ফুটবল বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাথী আক্তার, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, রামশীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন বালা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।এর আগে নার্গিস রহমান উপজেলা পরিষদ চত্ত্বরে বসে জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন।এ সময় শিক্ষক নেতা ও কমলকুঁড়ি বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply